আর্কাইভ থেকে আইন-বিচার

যুবলীগ নেতা হত্যা : একজনের দায় স্বীকার, রিমান্ডে সাত

রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেলকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হাবিব আহসান নামে এক আসামি দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। একই মামলায় গ্রেপ্তার অপর সাত আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডে নেয়া আসামিরা হলেন-, আলিফ হোসাইন (২১), রবিউল সানি (২১), মেহেদী হাসান (১৯), মো. শাহজালাল (৩৭), রফিকুল ইসলাম (৩৮), নুর আলম (৪২) ও সুমন মীর (২৮)।

রোববার (২৩ জুলাই) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর আসামি হাবিব আহসান স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। অপরদিকে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বাকি সাত আসামিকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (২২ জুলাই) দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ।

পুলিশ জানায়, স্থানীয় এলাকার বাজার ও ফুটপাতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধেরে জেরে যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেলকে হত্যা করা হয়েছে। গ্রেপ্তার হাবিব ও শাহজালাল নামে দুই ব্যক্তি এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সোয়া ১টার দিকে শাহজাহানপুরের গুলবাগ জোয়ারদার লেনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অলিউল্লাহর স্ত্রী তানজিনা বাদী হয়ে শাহজাহানপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এএম/

 

এ সম্পর্কিত আরও পড়ুন