এশিয়া কাপ ও বিশ্বকাপে শঙ্কায় তামিম
অবসরের ঘোষণা দিয়ে আবারও ফিরে আসলেও এখনো ফিট হতে পারেননি বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দীর্ঘদিন ধরে তিনি পিঠের চোটে ভুগছেন। চোট সারাতে প্রয়োজন হতে পারে অস্ত্রোপচারের। তবে যদি অস্ত্রোপচার করান তাহলে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে ছিটকে যাওয়ার শঙ্কায় থাকবেন তামিম।
পিঠের চোট সমস্যায় ডাক্তার দেখাতে তামিমের যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে। আগামী ২৫-২৬ জুলাই লন্ডন যেতে পারেন তিনি। সেখানে গিয়ে যদি পিঠের চোট সারাতে অস্ত্রোপচারের প্রয়োজন হয় তাহলে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা দেখা দিতে পারে বলে গনমধ্যমকে জানিয়েছেন বিসিবির একটি সূত্র।
সেই সূত্র বলেন, ‘তামিমের চোটের একটা সমাধান হলো অস্ত্রোপচার। তবে এটা সম্ভবত শেষ সমাধান হিসেবে চেষ্টা করা হবে। কারণ অস্ত্রোপচার হলে অন্তত চার মাস লাগবে মাঠে ফিরতে। সামনে দুটো বড় টুর্নামেন্ট আছে। এটা সম্ভব কিনা তাও কথা। আমরা দেখতে চাচ্ছি ইংল্যান্ডের চিকিৎসক তাকে কী বলেন।’
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। এরপর ভারতের মাটিতে ৫ অক্টোবর বসবে ক্রিকেটের মেগা আসর ওয়ানডে বিশ্বকাপ। অস্ত্রোপচার করলে এই সময়ের ভিতরে তামিম সুস্থ হবেন কি না সেটিই দেখার বিষয়।