জিমের ছাদ ধস, নিহত ১০
চীনের উত্তরপূর্বাঞ্চলীয় অঞ্চলে একটি স্কুল জিমের ছাদ ধসে পরে। এতে ১০ জন মারা যায়। আহত হয়েছেন একজন।
সোমবার (২৪ জুলাই) স্থানীয় সময় বিকাল ৩টার দিকে চীনে হেইলংজিয়াং প্রদেশের কিকিহার এলাকায় এ ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ধ্বংসস্তূপ থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে চারজনকে মৃত উদ্ধার করা হয়। বাকি ১০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সিসিটিভির প্রতিবেদনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, জিমের পুরো ছাদ ধসে পড়েছে এবং উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে নেয়ার কাজ করছেন।
ছাদ ধসে পড়ার কারণ হিসেবে সিনহুয়ার প্রতিবেদন বলছে, নির্মাণকর্মীরা ছাদে পার্লাইট রেখেছিলেন, ভারী বৃষ্টির কারণে এটি প্রসারিত হয়, যা ছাদ ধসে পড়ায় ভূমিকা রাখে।
এ ঘটনায় নির্মাণ প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা ব্যক্তিদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
এর আগে ২০১৫ সালে তিয়ানজিনে একটি কেমিক্যালের গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৬৫ জনের মৃত্যু হয়।