আর্কাইভ থেকে আন্তর্জাতিক

সুদানে উড়োজাহাজ বিধ্বস্তে প্রাণ হারিয়েছে ৯ জন

আফ্রিকার দেশ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চার সেনা সদস্যসহ ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা এক শিশু বেঁচে গেছে। সোমবার (২৪ জুলাই) আন্তর্জাতিক সংবাদ সংস্থা আরব নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রোববার (২৩ জুলাই) রাতে সুদানের পূর্বাঞ্চলে অবস্থিত পোর্ট সুদান বিমানবন্দরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

সুদান সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পিছনে যান্ত্রিক ত্রুটি ছিল। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

সুদানে এখন গৃহযুদ্ধ চলছে। এ যুদ্ধ চলা অবস্থায় প্রায় ৩০ লাখ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে। এরই মধ্যে প্রায় ৭ লাখ মানুষ আশ্রয়ের জন্য পার্শ্ববর্তী দেশগুলোতে চলে গেছে।

চলতি বছর ১৫ এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং তাদের প্রতিন্দ্বন্দ্বী প্যারামিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) এর মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেশটির সেনাবাহিনী বলছে যে, আফ্রিকার দেশটিতে যুদ্ধ তার ১০০ তম দিনে প্রবেশ করেছে।

লড়াইয়ের কারণে দেশটিতে লক্ষাধিক মানুষ তাদের বাড়িতে আবদ্ধ হয়ে পড়েছে। বিশেষ করে রাজধানী খার্তুমের শহরতলীর বাসিন্দারা। সেখানে তারা খাদ্য অনুদানের আহ্বান জানিয়েছে।

দেশটিতে চলা গৃহযুদ্ধে অন্তত ৩৯০০ জন নিহত হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন