আর্কাইভ থেকে দেশজুড়ে

দুর্ঘটনার কবলে ফায়ার সার্ভিসের গাড়ি, নিহত ২

নারায়ণগঞ্জে আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিস গাড়ির চালক অসুস্থ হয়ে পড়ায় সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৮ জন আহত হয়েছেন।

সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের চাষাড়ায় এ দুর্ঘটনা ঘটে ।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তারুজ্জামান।

তিনি জানান, চালক জাহাঙ্গীর আলমকে সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাড়ি চালানো অবস্থায় তিনি হার্ট অ্যাটাক করেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, নারায়ণগঞ্জের হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাওয়ার পথে শান্তা মার্কেটের সামনে চালক হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেটকার ও অটোরিকশাকে চাপা দেয়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে এক পথচারী ঘটনাস্থলেই মারা যান। হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন