হার দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনা নারী দলের
ফিফা কাতার বিশ্বকাপে হার দিয়ে আসর শুরু করেছিল আর্জেন্টিনা পুরুষ দল। মেসিদের মতো নারী আর্জেন্টাইনদের বিশ্বকাপের যাত্রাটাও শুরু হলো হার দিয়েই। ইতালির বিপক্ষে শেষ সময়ের গোলে হার দিয়ে মাঠ ছাড়তে হয়েছে লা আলবিসেলেস্তেদের।
সোমবার (২৪ জুলাই) নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে ‘জি’ গ্রুপের প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে মাঠে নেমেছিল। শক্তিমত্তায় এগিয়ে থাকা ইতালির বিপক্ষে রক্ষণে মনোযোগ দিয়ে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলেই মনোযোগী ছিল মেসির দেশের মেয়েরা।
সে ভাবে এগিয়ে যাচ্ছিল আর্জেন্টিনা নারী দল। শেষ সময়ের আগ পর্যন্ত সুরক্ষিত রেখেছিল তাদের জাল। তবে ম্যাচের ৮৭ মিনিটে ক্রিস্টিনা জিরেল্লির গোলে হার মানতে হয়েছে লা আলবিসেলেস্তাদের।