রেকর্ড ৩০০ মিলিয়নে এমবাপ্পেকে চায় আল হিলাল
২০১৭ সালে দলবদলের সব রেকর্ড ভেঙ্গে ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে দলে ভিড়িয়েছিল পিএসজি। এবার ফরাসি ক্লাবটিকেই কিলিয়ান এমবাপ্পে কেনার জন্য সেই রেকর্ড ভাঙার প্রস্তাব দিলো সৌদি ক্লাব আল হিলাল।
এমবাপ্পেকে দলে টানতে ৩০০ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছে সৌদি ক্লাবটি। শুধু প্রস্তাব নয়; প্রস্তাব জমা দিয়েছে হিলাল। সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক এবং ফুটবল দলবদল বিশেষজ্ঞ ইতালিয়ান সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো এমনটিই বলছে।
তবে পিএসজি এমবাপ্পেকে বিক্রি করতে চাইলেও এমবাপ্পে ক্লাব ছাড়তে না চাইলে যত বড় প্রস্তাবই আসুক তাকে বিক্রি করা সম্ভব নয়। এমবাপ্পেকে তাই অত বেশি দামে বিক্রি করতে পারবে না প্যারিসিয়ানরা।
এমবাপ্পে খেলতে চান রিয়াল মাদ্রিদের হয়ে। তবে গুঞ্জন আছে স্প্যানিশ ক্লাবটির প্রস্তাব কোনোভাবেই ২০০ মিলিয়ন ইউরো ক্রস করবে না। মোনাকো থেকে ফরাসি তারকাকে ১৬০ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল পিএসজি। কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে, রিয়াল মাদ্রিদ কেনা দামের কাছাকাছি বিড ধরলেই এমবাপ্পেকে ছেড়ে দেবে কাতার মালিকানাধীন ক্লাবটি।