মায়ামির অধিনায়ক মেসিই
ইন্টার মায়ামিতে অভিষেক হয়ে দারুণ শুরু করেছিলেন লিওনেল মেসি। যদিও অভিষেকে শুরু একাদশে মাঠে ছিলেন না আর্জেন্টাইন স্টার। তবে ৫৪ মিনিটে মাঠে নেমে অতিরিক্ত সময়ের গোলে দলকে এনে দিয়েছেন জয়।
আগামীকাল বুধবার বাংলাদেশ সময় ভোরে আটলান্টার বিপক্ষে মাঠে নামবে মায়ামি। সেই ম্যাচে শুরু থেকেই দেখা যাবে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ীকে। ম্যাচের আগে কোচ জেরার্দো টাটা মার্তিনো সেটাই নিশ্চিত করেছেন।
এদিকে অভিষেক ম্যাচে মাঠে নেমেই অধিনায়কত্বের আর্মব্যান্ড পরেছেন, পরের ম্যাচগুলোয়ও যে মেসির হাতে আর্মব্যান্ড থাকবে,সেটা অনুমেয় ছিল। এবার তা নিশ্চিত করলো মায়ামি কোচ।
মায়ামির অধিনায়ক মেসি থাকছেন কি না, এই প্রশ্নে টাটা মার্তিনো বলেছেন, ‘হ্যাঁ, মেসি সবশেষ ম্যাচেও আমাদের অধিনায়ক ছিল। সম্ভবত মেসি ও সের্হিও বুসকেতস আরও বেশি সময় খেলবে, শুরু থেকেও খেলতে পারে। তবে সবকিছুর তাদের ওপর নির্ভর করে। এটা মাত্র তাদের দ্বিতীয় ম্যাচ।’