আর্কাইভ থেকে বাংলাদেশ

ময়মনসিংহে একদিনে ১৬১ জনের করোনা শনাক্ত

প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে ময়মনসিংহে। জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ৫ দিনে করোনা আক্রান্তের সংখ্যা ৫৩৪ জনে দাঁড়িয়েছে। 

আজ শুক্রবার (২১ জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলের (মমেক) পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৫৮৭ নমুনা পরীক্ষা করে ১৬১ জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৪৪ জনে। এরমধ্যে ২১ হাজার ৮৭৭ জন করোনামুক্ত হয়েছেন ও ২৯৮ জন মারা গেছেন।

হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন করে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর রয়েছেন ৭৫ জন। এরমধ্যে করোনাভাইরাস পজিটিভ রোগী ৪৯ জন। এছাড়াও বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন পাঁচজন। আর ১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন