বাবা-ছেলের একান্ত সময়, প্রশংসায় ভাসছে নেট দুনিয়া
বেশ কিছুদিন থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তার পথ ধরে কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রে গেছেন অপু বিশ্বাস ও তাদের সন্তান আব্রাম খান জয়।
মঙ্গলবার শাকিব খান তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, ছেলে আব্রাম খান জয় ঘুমাচ্ছে বেঞ্চে আর ফুটপাতে এলোমেলো বসে আছেন বাবা শাকিব খান।
নেটাগরিকদের ভালবাসা আর প্রশংসায় ভাসছে বাবা ছেলের এমন অভূতপূর্ব ছবি।
এর আগে ২ জুলাই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। তার যাওয়ার ঠিক দুই সপ্তাহের মধ্যে ১২ জুলাই রাতে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দেন অপু বিশ্বাস। জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে অংশ নিতে সেখানে গেছেন অপু।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। এরপর ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্যজীবনের ইতি টানেন সাবেক এই তারকা জুটি।