আর্কাইভ থেকে রাজনীতি

ঢাকায় মহাসমাবেশ : বিএনপিকে হ্যাঁ, আ.লীগকে না ডিএমপির

রাজধানীর গোলাপবাগ মাঠে বৃহস্পতিবার বিএনপিকে মহাসমাবেশের জন্য বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে একই দিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সমাবেশের অনুমতি চাইলেও তাদের তা দেয়া হয়নি।

বুধবার (২৬ জুলাই) ডিএমপি উভয় পক্ষকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়।

রাজধানীতে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিএনপি, যুবলীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সমাবেশ ডাকে। একই দিন সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। এ সমাবেশকে কেন্দ্র করে উভয় পক্ষই ডিএমপির কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে। ব্যাপারে বেশ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীজুড়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের করা হচ্ছে। সাদা পোশাকে বিপুলসংখ্যক গোয়েন্দা ছাড়াও র‌্যাব সদস্যরাও মাঠে থাকবেন বলে জানা গেছে।

এদিকে এক দফা দাবিতে বৃহস্পতিবার (২৭ জুলাই) সমাবেশটি নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনের সড়ক অথবা সোহরাওয়ার্দী উদ্যানে করতে চায় দলটি। এই দুই জায়গার যেকোনো একটির অনুমতি চেয়ে ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দিয়েছে বিএনপি। তবে, ডিএমপির পক্ষ থেকে রাজধানীর গোলাপবাগ মাঠে মহাসমাবেশ আয়োজনের পরামর্শ দেয়া হয়েছে।

অপরদিকে, বৃহস্পতিবার (২৭ জুলাই) যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ শান্তি সমাবেশের জন্য বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের অনুমতি চেয়েও পায়নি। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে করার অনুমতি চেয়ে আবেদন করেছে।

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু গণমাধ্যমে বলেন, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের অনুমিত দেয়নি ডিএমপি। এজন্য আমরা বিকল্প হিসেবে জিমনেসিয়াম মাঠে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছি।

এএম/

 

এ সম্পর্কিত আরও পড়ুন