রিয়াল মাদ্রিদের ‘সাদা রঙ’ এখন বার্সেলোনা অ্যাওয়েতে
প্রাক্-মৌসুম প্রীতি ম্যাচ খেলতে লস অ্যাঞ্জেলেসে আর্সেনালের বিপক্ষে খেলতে নামবে বার্সেলোনা। সেই খেলা দেখতে গিয়ে কিছুটা বিভ্রান্ত হতে পারেন দর্শকরা। বার্সার পরিবর্তে রিয়াল মাদ্রিদ মাঠে নামলো না তো!
আজ বুধবার ৪৪ বছর পর নতুন এক ঘটনা ঘটাতে যাচ্ছে কাতালান ক্লাবটি। সাদা জার্সি পরে মাঠে নামবে বার্সেলোনা। নতুন মৌসুমে স্প্যানিশ জায়ান্টরা সাদা রঙের নতুন অ্যাওয়ে জার্সি নিয়েছে।
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের জার্সির রঙের সাদা অ্যাওয়ে জার্সি নেয়ার কারণটা ক্লাবটির ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফের স্মরণে। তাঁর প্রতি শ্রদ্ধা রেখেই সাদা জার্সি নিয়েছে তারা।
বার্সা এক বিবৃতিতে জানিয়েছে, ‘সত্তরের দশকে বার্সেলোনার অ্যাওয়ে জার্সিতে সাদা রঙেরই আধিক্য ছিল। লাল ও নীল স্ট্রিপ থাকত জার্সির হাতায়। এই জার্সির অনুপ্রেরণা ইয়োহান ক্রুইফ। ১৯২০ থেকে পাউলিনিও আলকানতারা, জোসেপ সামিতিয়ের, সিজার রদ্রিগেজ, লাজলো কুবালাদের মতো কিংবদন্তি ফুটবলাররাও সাদা জার্সি পরে বার্সেলোনার হয়ে খেলেছেন।’
সর্বশেষ ১৯৭৯ সালে ইউরোপিয়ান কাপ উইনার্স কাপের ম্যাচে ইংল্যান্ডের ইপসুইচ টাউনের বিপক্ষে সাদা রঙের জার্সি পরে খেলেছিল বার্সা। এই ৪৪ বছরে বার্সেলোনা নিজেদের গাঢ় নীল-লাল মূল জার্সির বাইরে বিভিন্ন রঙের অ্যাওয়ে জার্সি পরে খেলেছে।
বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা এরই মধ্যে ক্লাবের জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকিকে ২০২৩-২৪ মৌসুমের জন্য সাদা রঙের অ্যাওয়ে জার্সি তৈরির নির্দেশ দিয়েছেন। সাদা রঙের অ্যাওয়ে জার্সি খুব শিগগিরই বাজারে আসতে যাচ্ছে।