আর্কাইভ থেকে আন্তর্জাতিক

ভারতের যে রাজ্যে মাতৃত্বকালীন ছুটি এক বছর

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য সিক্কিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সরকারি নারী কর্মীদের মাতৃত্বকালীন ছুটি এক বছর করার ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, পুরুষরাও পিতৃত্বকালীন এক মাসের ছুটি পাবেন বলে জানিয়েছেন তিনি। বুধবার (২৬ জুলাই) রাজ্যের সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেন প্রেম সিং তামাং।

বৃহস্পতিবার (২৭ জুলাই) আন্তর্জাতিক সংবাদ সংস্থা এনডিটিভি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে  প্রেম সিং বলেছেন, সরকারি কর্মীদের মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটির সুবিধা দেয়ার জন্য চাকরিবিধিতে পরিবর্তন আনা হবে।

মুখ্যমন্ত্রী বলেছেন, এ ছুটির ফলে সরকারি কর্মীরা তাদের সন্তান ও পরিবারের আরও ভালোভাবে যত্ন নেয়ার সুযোগ পাবেন। শিগগিরই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বিস্তারিত জানানো হবে।

সিক্কিমের ১৯৬১ সালের মাতৃত্বকালীন সুবিধা আইন অনুযায়ী, একজন কর্মজীবী নারী ৬ মাস বা ২৬ সপ্তাহের ছুটি উপভোগ করতে পারেন। এ সময় তিনি বেতনের পাশাপাশি সরকারি সব সুযোগ-সুবিধাও পান।

হিমালয়ের কোলঘেঁষা ভারতের এ রাজ্যে জনসংখ্যা অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক কম। রাজ্যটিতে মাত্র ৬ লাখ ৩২ হাজার মানুষের বসবাস রয়েছে।

 

এসি/

এ সম্পর্কিত আরও পড়ুন