মুখোমুখি ব্রাজিল-ফ্রান্স, খেলা দেখবেন যেভাবে
ফিফা নারী ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচ পানামার বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করেছিল ব্রাজিল। এবার দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ফ্রান্স নারী দলের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।
শনিবার (২৯ জুলাই) অস্ট্রেলিয়ার সানকর্প স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
আরও পড়ুন: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের তারিখ ঘোষণা
এবারের নারী ফুটবল বিশ্বকাপ যৌথ ভাবে আয়োজন করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বিশ্বকাপে ব্রাজিল পুরুষ দল পাঁচবারের চ্যাম্পিয়ন হলেও নারী বিশ্বকাপের শিরোপা এখন পর্যন্ত ছোঁয়া হয়নি।
চলমান নারী বিশ্বকাপে ব্রাজিল ও ফ্রান্স অবস্থান করছে ‘এফ’ গ্রুপে। যেখানে বাকি দুটি দল হলো জ্যামাইকা ও পানামা।