আর্কাইভ থেকে বাংলাদেশ

বিধি-নিষেধে অর্থনীতি ওপর বেশি প্রভাব ফেলবে না : অর্থমন্ত্রী

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি-নিষেধে অর্থনীতি ও জীবনযাত্রার ওপর খুব বেশি প্রভাব ফেলবে না। আমরা যতটা ভয় পাচ্ছি ততটা ভয়াবহ হবে না। অতীতে যেভাবে মোকাবিলা করেছি, এবারও পারবো। বললেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ রোববার (২৩ জানুয়ারি)সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বৈঠকে ১ হাজার ২২ কোটি টাকার ৫টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

কৃষি মন্ত্রণালয় আগামী ১৪ এপ্রিল থেকে ৯ অক্টোবর নেদারল্যান্ডে অনুষ্ঠেয় সপ্তম 'ইন্টারন্যাশনাল হর্টিকালচার এক্সিবিশন এক্সপো ২০২২'-এ বাংলাদেশ প্যাভিলিয়ন নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি।

ক্রয় কমিটিতে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের প্যাকেজের নির্মাণ কাজের ভেরিয়েশন বাবদ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত ২৪৯ কোটি ১ লাখ ৫৩ হাজার ৭৯১ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

এ ছাড়া, সড়ক ও জনপথ অধিদপ্তরের শরীয়তপুর-জাজিরা-নওডোবা (পদ্মা সেতু সংযোগ সড়ক) উন্নয়ন প্রকল্পের পূর্ত কাজ এম/এস সালেহ আহমেদের কাছ থেকে ১২৪ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৫৫৯ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

সেই সঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ৬৪০ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার ৮৪৫ টাকা এবং খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত ৭ কোটি ৬৮ লাখ ২০ হাজার ৭০০ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন