আর্কাইভ থেকে আন্তর্জাতিক

মস্কোতে ড্রোন হামলায় বন্ধ বিমান চলাচল

রাশিয়ার রাজধানী মস্কোতে একাধিক ড্রোন হামলা হয়েছে। এতে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনাও ঘটে। ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক স্থাপনা। সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে মস্কোয় বিমান চলাচল। রোববার (৩০ জুলাই) ভোরে মস্কোতে এ হামলার ঘটনা ঘটে।

রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় ড্রোন আজ ভোরে মস্কোতে হামলা চালায়। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এসব কথা বলেছেন।

ব্যক্তিগত টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় মস্কোর মেয়র বলেন, আজ রাতে একটি ইউক্রেনীয় ড্রোন হামলা হয়েছে। মস্কো শহরের দুটি অফিস ভবনের সম্মুখভাগ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অপর এক প্রতিবেদনে রাশিয়ার আইনপ্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে তাস জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত দুটি ড্রোন মস্কোর পশ্চিমাঞ্চল থেকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।

রাশিয়ার সূত্রটি জানিয়েছে, এয়ার ডিফেন্স ট্রুপস মস্কো অঞ্চলের পশ্চিমে দুটি ড্রোন আক্রমণ প্রতিহত করেছে।

এছাড়া আরেকটি ড্রোন হামলায় মস্কো সিটি জেলায় এক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ভবনে আগুন ধরেনি। লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

এসি/

এ সম্পর্কিত আরও পড়ুন