রণবীর-আলিয়ার ছবিতে ঠোঁটে ঠোঁট রাখলেন ধর্মেন্দ্র-শাবানা
২৮ জুলাই মুক্তি পেয়েছে আলিয়া ভাট ও রণবীর সিংহ অভিনীত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি।’ তরুণ প্রজন্ম যেমন রয়েছে, তেমনই রয়েছেন বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রীরা। শুধু রণবীর-আলিয়া নন রয়েছেন জয়া বচ্চন, শাবানা আজমি, ধর্মেন্দ্রের মতো তারকারাও। একেবারে পারিবারিক ছবি।
এ ছবিতে রণবীর-আলিয়ার রসায়নের পাশপাশি দর্শকদের নজর কেড়েছে রকি ও রানির দাদু-ঠাকুমা। ভূমিকায় শাবানা আজমি ও ধর্মেন্দ্র। এ ছবিতেই শাবানার ঠোঁটে ঠোঁট রেখেছেন অভিনেতা। যা নিঃসন্দেহে দর্শকদের জন্য একটা চমক। এ নিয়ে নানা মুনির নানা মত। অবশেষে এ প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা।
প্রথম বার বড় পর্দায় ধর্মেন্দ্রকে চুম্বন করতে দেখা যায় ‘লাইফ ইন আ... মেট্রো’ ছবিতে। সেখানে নাফিসা আলির সঙ্গে চুম্বনরত দৃশ্যে দেখা যায় তাকে। এবার শাবানার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালেন অভিনেতা। বয়স বেড়েছে, এমন ঘনিষ্ঠ দৃশ্যে তাকে দেখে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন।
তবে ধর্মেন্দ্রের মতে, ভালবাসার কোনও বয়স হয় না। তার কথায়, ‘‘আমার মনে হয়, যে কোনও বয়সের মানুষ তার ভালবাসার মানুষের প্রতি এভাবেই অনুভূতি জানান। এই দৃশ্যে শুট করার সময় আমি কিংবা শাবানা, কেউই বিন্দুমাত্র অস্বস্তি অনুভব করিনি।’’
পাশপাশি নাফিসা আলির সঙ্গে চুম্বনের প্রসঙ্গে টেনে বলেন, ‘‘শেষ বার যখন নাফিসাকে চুম্বন করি, দর্শক সাদর গ্রহণ করেছিলেন। তবে সব সময় একটা চাপ থাকে আগের বারের তুলনায় ভাল করার।’’ বলেই হাসি অভিনেতার।
সবে এক দিন পার করেছে এই ছবি। তার মধ্যে বক্স অফিসে ইতিবাচক সাড়া পেয়েছে। তবে ১০০ কোটির বক্স অফিসে ছুতে কতটা সময় নেয়, এখন সেটাই দেখার।