এমবাপ্পেকে ১ মৌসুমের জন্য চায় লিভারপুল
চলমান কিলিয়ান এমবাপ্পের দলবদল সিরিজে কয়েক ঘণ্টা পরপরই শোনা যাচ্ছে নতুন নতুন খবর। এবার পাওয়া গেল আরেক চমকপ্রদ খবর। এমবাপ্পেকে নাকি এক মৌসুমের জন্য ধারে দলে ভেড়াতে চায় লিভারপুল। এমন সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর।
ফরাসি তারকাকে নিয়ে লিভারপুলের আগ্রহের বিষয়টা অবশ্য নতুন নয়। এর আগেও একাধিকবার তাঁর অ্যানফিল্ডের ক্লাবটিতে যাওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। এমনকি এমবাপ্পের মা ফাইজা লামারির পছন্দের ক্লাব নাকি লিভারপুল।
মিরর জানিয়েছে, এমবাপ্পেকে এক মৌসুমের জন্য ধারে দলে ভেড়াতে চায় লিভারপুল। ধারণা করা হচ্ছে, প্রিমিয়ার লিগের ক্লাবটির এ প্রস্তাব মেনে নিলে এমবাপ্পেকে নিয়ে আর্থিক ক্ষতির অঙ্ক কমাতে পারবে পিএসজি।
আর পরিস্থিতিতে অনেকেই লিভারপুলের এই ধারের প্রস্তাবকে সবচেয়ে কার্যকর সমাধান হিসেবে দেখছেন। আর এক মৌসুম ধারে খেলে এমবাপ্পেও তাঁর পছন্দের ক্লাব রিয়াল মাদ্রিদে যেতে পারবেন। তবে এ প্রস্তাবে এমবাপ্পে রাজি হবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যায়। কারণ চলতি মৌসুমে লিভারপুল চ্যাম্পিয়নস লিগে জায়গা করতে পারেনি। খেলতে হবে ইউরোপা। কাজে ফরাসি স্ট্রাইকার অলরেডদের সাথে যোগ দিলে তাকেও ইউরোপা খেলতে হবে।