আর্কাইভ থেকে বাংলাদেশ

বাবর আজম, বর্ষসেরা একাদশের অধিনায়ক

২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। এতে বাংলাদেশের সাকিব আল হাসান, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্ট্রার্লিংকে হারিয়ে পুরস্কারটি জিতে নিয়েছেন পাকিস্তানের বাবর আজম। এছাড়াও বর্ষসেরা একাদশের অধিনায়কও নির্বাচিত হয়েছেন মারকুটে এই ব্যাটসম্যান।

২০২১ সালে মাত্র ৬টি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পান বাবর আজম । তাতে ৬৭.৫০ গড়ে ৪০৫ রান করেন। যেখানে দুটি সেঞ্চুরি ছিল। অন্যদিকে, টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২১ সালে ৯টি ওয়ানডে ম্যাচে ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান সংগ্রহ করেন। হাফ-সেঞ্চুরি করেন ২টি। বল হাতে ১৭.৫২ গড়ে ১৭টি উইকেট নেন।

পল স্টার্লিং ২০২১ সালে ১৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে সবথেকে বেশি ৭০৫ রান সংগ্রহ করেন। ব্যাটিং গড় ৭৯.৬৬। তিনি ৩টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেন। দক্ষিণ আফ্রিকার জানেমন মালান ২০২১ সালে ৮টি ওয়ান ডে ম্যাচের ৭টি ইনিংসে ৮৪.৮৩ গড়ে ৫০৯ রান সংগ্রহ করেন। সেঞ্চুরি করেন ২টি। হাফ-সেঞ্চুরি করেন ২টি।

ওয়ানডে ছাড়াও আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলেরও অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বাবর আজম। আর বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন তারই স্বদেশি উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন