মাঠে ফিরতে দুই সপ্তাহের অপেক্ষা তামিমের
কোমরের ব্যাথার জন্য লন্ডনে মেরুদণ্ড বিশেষজ্ঞ টনি হ্যামন্ডের কাছে চিকিৎসা নিয়েছেন তামিম ইকবাল। চিকিৎসা শেষ আজ (সোমবার) বিকেলে দেশে ফেরার কথা আছে তাঁর।
তামিম সমস্যা মেরুদণ্ডের কোমরের দিকের অংশে, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যে অংশটিকে বলা হয় L-4 ও L-5। অস্ত্রোপচার করালে তামিমকে তিন–চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতো। ফলে মিস করতেন এশিয়া কাপ ও বিশ্বকাপ। তাই তামিম স্বাভাবিকভাবেই সে পথে যাননি। লন্ডনে দুই দফা ব্যথানাশক ইনজেকশন নিয়েছেন।
দেশে ফিরে আগামী এক সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকবেন বাংলাদেশের সর্বকালের সেরা এই ওপেনার। পরের এক সপ্তাহ একটু একটু করে ফিটনেস এবং পুনর্বাসন পক্রিয়া শুরু হবে। এই কাজটা হ্যামন্ডের পরামর্শমতো করে দেবেন বিসিবির চিকিৎসক ও ফিজিও–ট্রেনাররা।
তামিম যদি বিশ্রাম এবং বিশ্রাম–পরবর্তী কয়েকদিনের দিন ব্যথামুক্ত থেকে পার করতে পারেন, তাহলে আশা করা যায়, আগামী ১২ থেকে ১৪ দিন পর তিনি পুরোপুরি অনুশীলনে ফিরতে পারবেন।