এফবিসিসিআই নির্বাচনের ফল ঘোষণা
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের ২৩টি পদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের ১৫ জন এবং ব্যবসায়ী ঐক্য পরিষদের ৮ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১ আগষ্ট) রাত সাড়ে ৩টার দিকে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী ফলাফল ঘোষণা করেন।
বুধবার (২ আগষ্ট) নির্বাচিত পরিচালকদের ভোটে সংগঠনটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ছয়জন সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবার পরিচালনা পর্ষদে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সংখ্যা গরিষ্ঠতা থাকায় চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতি নির্বাচিত হওয়া এক রকম নিশ্চিত।
নির্বাচিতদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে হাফেজ হাজি মোহাম্মদ এনায়েত উল্লাহ ১২৯৪টি ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। এছাড়া বি এম শোয়েব ১ হাজার ২৭৯ ভোট, মীর নিজাম উদ্দিন আহমেদ ১ হাজার ২৫৭ ভোট, সিরাজুল ইসলাম ১ হাজার ২৪৬ ভোট, মো. সহিদুল হক মোল্যা ১ হাজার ২১৫ ভোট, নিজাম উদ্দিন রাজেশ ১ হাজার ১৯১ ভোট, মো. মুনতাকিম আশরাফ ১ হাজার ১৭৫ ভোট, রাকিবুল আলম দীপু ৯৯২ ভোট, মোহাম্মদ আফতাব জাভেদ ৯৬৬ ভোট, মো. ইসহাকুল হোসেন সুইট ৮৯১ ভোট, আমির হোসেন নূরানী ৮৫২ ভোট, সৈয়দ মো. বখতিয়ার ৮৪০ ভোট, তপন কুমার মজুমদার ৮৩৫ ভোট, সালমা হোসেন অ্যাশ ৮৩১ ভোট এবং হাজি মো. আবুল হাশেম ৮১৫ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন।
অন্যদিকে, ব্যবসায়ী ঐক্য পরিষদের নির্বাচিতদের মধ্যে কাওসার আহমেদ ১ হাজার ৩০ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া খন্দকার রুহুল আমিন ৯৮৮ ভোট, মো. আমিন হেলালী ৯১১ ভোট, মো. নিয়াজ আলী চিশতী ৯০৯ ভোট, আবু মোতালেব ৮৯৯ ভোট, শমী কায়সার ৮৫২ ভোট, রাশেদুল হোসেন চৌধুরী রনি ৮৩৭ ভোট এবং হাফেজ হারুন ৮১৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন।
এবারের নির্বাচনে খাতভিত্তিক অ্যাসোসিয়েশনে ১ হাজার ৯৫৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৭৪৬ জন। নির্বাচনে ২৩ জন পরিচালক পদের বিপরীতে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৯ জন প্রার্থী। ৮০ পরিচালকের বাকিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এর আগে সোমবার (৩১ জুলাই) ভোটগ্রহণ শুরু হয় সকাল ৯টায়। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রাপ্ত ভোট থেকে প্রাথমিক যাচাই-বাছাই শুরু হয়। এরপর শুরু হয় মূল গণনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীরা ২০২৩-২৫ পরিচালনা পর্ষদের জন্য তাদের মনোনীত প্রার্থীদের ভোট দেন।