আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনায় রামেকে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩০৪

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে (রামেক) করোনায় আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন দু'জন। শনাক্ত হয়েছেন ৩০৪ জন। ৫৫ দশমিক ৭৮ শতাংশ। যা গতকাল ছিল ৬০ দশমিক ৪৯ শতাংশ। 

আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,  রামেকে একদিনে দুটি ল্যাবে ৫৪৫ টি নমুনা পরীক্ষায় ৩০৪ জনের শরীরে করোনা ধরা পড়েছে। তারা সকলেই রাজশাহী জেলার বাসিন্দা। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ৫৫ দশমিক ৭৮ শতাংশ। যা গতকাল ছিল ৬০ দশমিক ৪৯ শতাংশ।

তাসনিয়া রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন