বিকেলে মহানগর উত্তর আ.লীগের বিক্ষোভ সমাবেশ
রাজধানীর গাবতলীতে আজ মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে বিক্ষোভ সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বিকেল ৪টায় গাবতলী বাস টার্মিনালের কাছে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১ আগস্ট) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রলয় সামাদ্দার বাপ্পি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এতে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।
তিনি বলেন, এখন প্রতিদিনই আমাদের কর্মসূচি থাকবে, আজও আছে।
এর আগে গতকাল সোমবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা স্থগিত করা হয়।