ক্যারিয়ারের শেষ বলে উইকেট নিয়ে ক্রিকেটকে বিদায় জানালেন ব্রড
এমন বিদায় কয়জনের কপালে জোটে! পেশাদার ক্যারিয়ার শেষ বলে উইকেট নিয়ে ক্রিকেটকে বিদায় জানালেন স্টুয়ার্ড ব্রড। আর সেই উইকেটে এসেছে ইংল্যান্ডের জয়।
সিরিজ নির্ধারণী ম্যাচের দ্বিতীয় ইনিংসে অষ্টম উইকেটে ৩৮ রানের জুটিতে প্রতিরোধ গড়ছিল অস্ট্রেলিয়া, আর এই জুটিই ভেঙেছেন অসাধারণ এক ডেলিভারিতে।
এরপর শেষ উইকেটও তারই ঝুলিতেই পুরেছেন। সহজ করে বললে, নিজের মতো করেই শেষটা রাঙালেন ব্রড। আর এতে মর্যাদার অ্যাশেজে হার এড়ালো ইংলিশরা।
সোমবার (৩১ জুলাই) ওভাল টেস্টের শেষ দিনে অস্ট্রেলিয়াকে ৪৯ রানের ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। ইংলিশদের দেওয়া ৩৮৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩৩৪ রানেই গুটিয়ে যায় অজিরা।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ২৮৩ ও ৩৯৫
অস্ট্রেলিয়া: ২৯৫ ও ৯৪.৪ ওভারে ৩৩৪
ফল: ইংল্যান্ড ৪৯ রানে জয়ী।
সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজ ২-২ ব্যবধানে ড্র।