জনগণের খাল জনগণকে ফিরিয়ে দেবো: আতিক
এসব খাল কারো ব্যক্তি মালিকানাধীন নয়, জনগণের খাল জনগণের কাছেই ফিরিয়ে দেয়া হবে। ঢাকা শহরের যত জায়গা অবৈধভাবে দখল করা হবে, ওইসব জায়গা উদ্ধারের পাশাপাশি তৈরি করা স্থাপনা গুড়িয়ে দেয়া হবে। অবৈধ দখল বরদাস্ত করা হবে না। বললেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল উদ্ধারে উচ্ছেদ অভিযানের তৃতীয় দিনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মেয়র আতিকুল জানান, প্রশাসন ও স্থানীয়দের কাছ থেকে যেরকম সহায়তা এসেছে প্রতিটি এলাকায় এমন সহায়তা পেলে ঢাকা শহরের দখল হওয়া প্রত্যেকটি খাল উদ্ধার করা সম্ভব। যারা অবৈধভাবে বিভিন্ন খাল দখল করে রেখেছে তাদেরকে কোনও বৈধ নোটিশ দেয়া হবে না।
তাসনিয়া রহমান