আর্কাইভ থেকে বাংলাদেশ

দাপুটে জয় সিলেট সানরাইজার্সের, জোড়া উইকেট শিকার মাশরাফির

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচেই দারুণ জয় পেয়েছে সিলেট সানরাইজার্স। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৫ জানুয়ারি) মিনিস্টার গ্রুপ ঢাকাকে ৭ উইকেটে হারিয়েছে তারা। এ ম্যাচ দিয়ে ৪০২ দিন মিরপুরের উইকেটে ফিরলেন মাশরাফি বিন মর্তুজা। 

১০১ রানের সহজ টার্গেটে খেলতে নেমে দলীয় ২১ রানে লেন্ডল সিমেন্সকে সাজঘরে ফেরান ম্যাশ। ১৬ রান করেন এই ক্যারিবিয় ব্যাটার। ১৭ রানের বেশি করতে পারেননি মোহাম্মদ মিঠুনও। তাকে শিকার করেন হাসান মুরাদ। আনামুল হক বিজয় আর কলিন ইনগ্রামের ৪০ রানের জুটিতে জয়ের কাছাকাছি পৌঁছে যায় সিলেট। 

৪৫ রান করা আনামুলকে নিজের দ্বিতীয় উইকেট বানান ম্যাশ। তাতে অবশ্য সিলেটের জয়রোধ করতে পারেনি ঢাকা। ১৮ বল বাকি থাকতেই জয় তুলে নেয় সানরাইজার্স।  

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নামে মিনিস্টার গ্রুপ ঢাকা। তারুণ্য নির্ভর সিলেট সানরাইজার্সের বিপক্ষে দাঁড়াতেই পারলো না তারকাবহুল মিনিস্টার গ্রুপ ঢাকা। সবকটি উইকেট হারিয়ে কোনোরকমে একশ করতে পেরেছে মাহমুদউল্লাহরা। 

ইনিংসের দ্বিতীয় ওভারেই সোহাগ গাজীর বলে এনামুল হক বিজয়ের স্টাম্পিংয়ের শিকার হয়ে ফিরে যান শেহজাদ। ৫ রান করেন তিনি। হাল ধরতে পারলেন না তামিম ইকবালও। তবে চলতি বিপিএলে ঢাকার হয়ে প্রথম দুই ম্যাচে ফিফটি করা তামিম চতুর্থ ম্যাচে করেছেন তিনরান। 

ঢাকার আসা-যাওয়ার মিছিল আরো বড় করেন জহিরুল। রানের চাকা সচল না হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে তিন পাণ্ডবের ঢাকা। মোহাম্মদ নাইমের চলতি বিপিএল পরিসংখ্যানে কেউ চোখ ভুলালে তাকে সহজে ডট মাস্টার বলাই যায়। প্রতিদিন মূল্যবান অনেকগুলো বল খেলে শেষমেশ বাজে শর্টে উইকেট বিলিয়ে দেওয়ার চিত্রনাট্য প্রতিদিনই মানছেন তিনি। আজও ব্যত্যয় ঘটেনি। প্রথমে ১০ বল খেলে করেন ২ রান। এরপর আউট হওয়ার আগে ৩০ বল খেলে করতে পেরেছেন কেবল ১৫ রান।

ঢাকা কাপ্তান মাহমুদউল্লাহ কিছুটা চেষ্টা করেছেন বটে। নাজমুলের বলে আউট হওয়ার আগে খেলেছেন ২৬ বলে ৩৩ রানের মূল্যবান ইনিংস। দলের ৬ উইকেট পড়ে যাওয়ার পর ব্যাট হাতে নামলেন ম্যাশ। ৬ বল খেলে মাত্র ২ রান করে তাসকিনের বলে সানজামুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন। 

শেষদিকে একপ্রান্তের খেলোয়াড়দের আসা-যাওয়ার মিছিলে অন্য প্রান্ত আগলে রাখছিলেন শুভাগত হোম। স্বাধীনতা কাপে ফর্মে থাকা এ ব্যাটার নাজমুলের বলে এলবিডব্লিউ হওয়ার আগে এক ছয় ও দুই চারে করেছেন ২১ রান। তাতে ১৮ ওভার চার বলে সবকটি উইকেট হারিয়ে ১০০ রানের পুঁজি দাঁড় করায় ঢাকা।   

এদিকে, টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে, মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়বে ফরচুন বরিশাল। 

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন