ঢাকায় চলবে না আর অবৈধ রিকশা: তাপস
ঢাকা শহরে অনিবন্ধিত, অবৈধ রিকশা আর চলতে দেওয়া হবে না। বলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (২ অগাস্ট) সকাল সাড়ে ১০টায় ধানমণ্ডি ২/এ (ইবনে সিনা হাসপাতাল সংলগ্ন) এলাকায় নির্মিত রিকশা স্ট্যান্ড পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে এ কথা বলেন।
তাপস বলেন, ‘অপরিকল্পিত গড়ে ওঠা এ নগরকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। অনিবন্ধিত অতিরিক্ত রিকশা সড়কের গতি কমাচ্ছে। সিটি করপোরেশন নির্দিষ্টসংখ্যক রিকশার অনুমোদন দিলেও অনেকে অবৈধভাবে নামাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ’