আর্কাইভ থেকে দেশজুড়ে

প্রধানমন্ত্রীর মহাসমাবেশে রসিক মেয়রের আড়াই লাখ বোতল পানি উপহার

রংপুর জিলা স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে আড়াই লাখ বোতল পানি উপহার দিয়েছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। পানির বোতলগুলো সমাবেশে অংশ নেয়া মানুষের মাঝে বিতরণ করা হবে।

সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, দীর্ঘ সময় ধরে রংপুরে তাপদাহ বিরাজ করছে। আর এই তাপদাহ উপেক্ষা করেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ। তীব্র তাপদাহে যেন নেতাকর্মীসহ সাধারণ মানুষ সমাবেশে যাতে কষ্ট না হয় সেই চিন্তা করেই পানি সরবরাহের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দের প্রতিষ্ঠান প্রতিবন্ধী ফাউন্ডেশনের উৎপাদিত মুক্তা পানি সবার মাঝে সরবরাহ করা হবে। পানি সরবরাহের দায়িত্বে থাকবে সিটি করপোরেশনর কর্মীরা।

মূলত প্রধানমন্ত্রীর মহাসমাবেশ সফল করতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান সিটি মেয়র মোস্তফা।

এ সম্পর্কিত আরও পড়ুন