ঢামেকে কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামসুল হক (৫৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি শরীয়তপুরে মডেরহাট ডামুড্যা থানার চরমালগাঁও গ্রামের মঙ্গল খানের ছেলে।
মঙ্গলবার (১ আগস্ট) রাত সোয়া ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে রাত সোয়া ১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত সামসুল হককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সামসুল হক ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার কয়েদি নম্বর ৭৬১৭/এ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।