বাড়ছে ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা, আক্রান্ত ২৮
পঞ্চগড়ে দিন দিন বেড়ে চলেছে ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা। গেলো দুই সপ্তাহে ২৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
সর্বশেষ গেলো সোমবার (৩১ জুলাই) জেলায় নতুন করে ৫ জনের ডেঙ্গু শনাক্ত হলেও মঙ্গলবার (১ আগস্ট) তিন জনের শনাক্ত হয়। এনিয়ে নতুন শনাক্তের সংখ্যা দারায় ৮ জনে। এ নিয়ে গেলো দু'দিনে শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ২৮ জনে।
বর্তমানে জেলার বিভিন্ন উপজেলায় ৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতাল সহ চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিচ্ছে। তবে আক্রান্ত সবাই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল ফেরত বলে জানা গেছে।
জানা যায়, ২৮ জনের মধ্যে নতুন শনাক্তদের মধ্যে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও পঞ্চগড় সদর হাসপাতালে ১ জন চিকিৎসা সেবা নিচ্ছেন। তবে বাকি আক্রান্তদের অবস্থা কিছুটা উন্নত হওয়ায় তারা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রহিমুল ইসলাম বলেন, জ্বরসহ বিভিন্ন সমস্যা নিয়ে রোগীরা হাসপাতালে আসলে পরীক্ষা শেষে ডেঙ্গু শনাক্ত হচ্ছে। যাদের অবস্থা গুরুত্বর দেখছি, তাদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।