আর্কাইভ থেকে বাংলাদেশ

ফ্রান্সে ওমিক্রনে আক্রান্ত ৫ লাখ ছাড়ালো

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে করোনা আক্রান্তের সংখ্যা অর্ধ মিলিয়ন ছাড়িয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ জানুয়ারি) দেশটিতে নতুন করে পাঁচ লাখ এক হাজার ৬৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত সপ্তাহজুড়ে দেশটিতে ইউরোপের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার প্রতিদিন গড়ে তিন লাখ ৬০ হাজার জন আক্রান্ত হয়েছেন। সূত্র: এনডিটিভি

অফিসিয়াল পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০২০ সালের নভেম্বরের পর থেকে এ পর্যন্ত বর্তমানে সর্বোচ্চ ৩০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে রয়েছেন। কিন্তু তাদের মধ্যে তিন হাজার ৭০০ জনের বেশি মানুষ নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউতে) রয়েছেন, যা অতীতের সর্বোচ্চ আক্রান্তের সময়ের তুলনায় কম।

উচ্চ সংক্রামক ওমিক্রনকে আগের প্রভাব বিস্তারকারী ধরন ডেল্টার চেয়ে কম ভয়ঙ্কর বলে মনে করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ৩৬৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৯ হাজার ৪৮৯।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন