আর্কাইভ থেকে বাংলাদেশ

লবিস্ট নিয়োগ আইনবিরোধী নয়: পররাষ্ট্রমন্ত্রী

আপনার–আমার মধ্যে ঝগড়া থাকতে পারে। তবে ঝগড়াটা যখন দেশের স্বার্থকে জলাঞ্জলি দেয়, সেটা খুবই দুঃখজনক। লবিস্ট নিয়োগ দেওয়া আইনবিরোধী নয়, এখানে দেখতে হবে কী কারণে লবিস্ট নিয়োগ দেওয়া হলো। বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ বুধবার (২৬ জানুয়ারি) সকালে সংসদে তিনি এ কথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সাহায্য ও উন্নয়ন বন্ধ করতেই মিথ্যা তথ্য দিতে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছিল বিএনপি। আর ষড়যন্ত্র প্রতিহত করতেই পিআর ফার্মের সঙ্গে চুক্তি করে সরকার।

তিনি আরও বলেন, বিএনপি-জামাত যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে ৮টি লবিস্ট ফার্ম নিয়োগ করে, যেখানে প্রতি মাসে তাদের খরচ দিয়েছে।
আব্দুল মোমেন বলেন, বিএনপি নিয়োগ দিয়েছেন দেশের ক্ষতি করার জন্য, অপহরণ করার জন্য, এগুলো দেশবাসী কোনোভাবেই গ্রহণ করবে না।

সম্প্রতি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কয়েকজন কর্মকর্তাকে নিষিদ্ধ ঘোষণার পর বাংলাদেশ লবিস্ট নিয়োগ দেয়। রাষ্ট্রের অর্থ অপচয় করে লবিস্ট নিয়োগে বিএনপিসহ বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। এ–সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি এমন মন্তব্য করেন।


তাসনিয়া রহমান
 

এ সম্পর্কিত আরও পড়ুন