মাঠে ফিরলেন নেইমার, জয়ে ফিরলো পিএসজি
চলতি বছরের ২২ ফেব্রুয়ারি গোড়ালির ইনজুরিতে পড়েন নেইমার জুনিয়র। এরপর সুস্থ হতে করাতে হয়েছে সার্জারি। ফেব্রুয়ারির পরে পিএসজির হয়ে আর মাঠে নামা হয়নি ব্রাজিলের প্রিন্সের। অবশেষে ১৬৬ দিন পর নেইমার মাঠে নামলেন। নেমেই করলেন জোড়া গোল ও এ্যাসিস্ট। সেই সাথে টানা জয়ের স্বাদহীন থাকা পিএসজিও পেল জয়।
বৃহস্পতিবার প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার ক্লাব জেওনবাকের মুখোমুখি হয়েছিল পিএসজি। খেলায় ৩-০ গোলের বড় জয় পেয়েছে ফরাসি ক্লাবটি।
দক্ষিণ কোরিয়ার বুসান আসাইদ স্টেডিয়ামে প্রথমার্ধের ৪০ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন নেইমার। এরপর দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে আবার গোল করে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।
৮৮ মিনিটে পিএসজির স্কোর ৩-০ করেন রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা মার্কো আসেনসিও। সেই গোলের অ্যাসিস্ট এসেছে নেইমারের পা থেকেই।