আর্কাইভ থেকে আইন-বিচার

নুরের বিরুদ্ধে মামলা

নিজ বাসভবনে আসামিকে আশ্রয় ও পুলিশের কাজে বাধা দেয়ায় গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে নিজ কার্যালয়ের সামনে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নিজ বাসভবনে আসামি কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে আশ্রয় ও পুলিশের কাজে বাধা দেয়ায় এ মামলা হয়েছে।

এর আগে, গত ১ আগস্ট দিনগত রাত ২টার দিকে নুরুল হক নুরের বাসভবনে তল্লাশি চালায় ডিবি। এ সময় তার বাসা থেকে ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

পরদিন বুধবার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হন নুরুল হক নুর। যদিও ঢাবি ছাত্রলীগের দাবি, এ ঘটনার সঙ্গে ঢাবি ছাত্রলীগের নেতাকর্মীদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

এদিকে নুরকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার শারীরিক খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছে তার চিকিৎসা সম্পর্কে অবহিত হন।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন