৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে ১ম রাবি'র শিক্ষার্থী
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষার্থী মোছা. মরিয়ম কানিজ ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছেন।
বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সুলতান মাহমুদ।
মোছা. মরিয়ম কানিজ রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি রাজশাহী জেলায়।
অধ্যাপক সুলতান মাহমুদ বলেন, আমাদের শিক্ষার্থী দেশের সরকারি চাকরির সবচেয়ে প্রতিযোগীতাপূর্ণ পরীক্ষায় শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়। এতোদিন একটা নেগেটিভ প্রচারণা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা ঢাকা কেন্দ্রীক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা প্রথম স্থান অধিকার করে। কিন্তু যোগ্য হলে যেকোনো প্রতিষ্ঠান থেকেই যে প্রথম স্থান অধিকার করা যায়, আমাদের মরিয়মের ঘটনাটিই এর প্রমাণ। মরিয়মের এই অর্জন, আমাদের শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে বলে আমি বিশ্বাস করি।
এএম/