মাইক্রোবাস কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ, নিহত ২
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানা বাইমাইল এলাকায় মাইক্রোবাসের চাকা ফেটে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে আটজন।
আজ শুক্রবার (৪ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, সকালে কাশিমপুর এলাকা থেকে মাইক্রোবাসে করে ১০ জন কিশোরগঞ্জের নিকলীতে বেড়াতে যাওয়ার উদ্দেশে বের হন। পথে বাইমাইল এলাকায় এলে চলন্ত মাইক্রোবাসের চাকা ফেটে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।এ সময় মাইক্রোবাসটি সামনে ও পাশে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় কমপক্ষে আটজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়েছে।
নিহতদের পরিচয় শনাক্তসহ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।