জুলাইয়ে আকরিক লোহার দাম সর্বনিম্ন
চীনের ধুঁকতে থাকা সম্পত্তি খাতের পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এছাড়া দেশটির শীর্ষ ইস্পাত উৎপাদক হেবেই প্রদেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
এতে বৃহস্পতিবার (৩ জুলাই) গুরুত্বপূর্ণ ধাতুটি তৈরির মূল উপকরণ আকরিক লোহার ব্যাপক দরপতন ঘটেছে। গত ৩ সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, এ কার্যদিবসে চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী সেপ্টেম্বরের আকরিক লোহার দর কমেছে ২ দশমিক ১ শতাংশ। প্রতি মেট্রিক টনের দাম স্থির হয়েছে ৮১৮ ইউয়ান বা ১১৩ দশমিক ৭৭ ডলারে। আগের দিন যা ছিল ৮১৬ ইউয়ান। গত ১২ জুলাইয়ের পর যা সবচেয়ে কম।
একই কর্মদিবসে সিঙ্গাপুর এক্সচেঞ্জ বেঞ্চমার্কের আগামী সেপ্টেম্বরের আকরিক লোহার সরবরাহ মূল্য নিম্নগামী হয়েছে ২ দশমিক ১ শতাংশ। টনপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১০১ ডলার ৭৫ সেন্টে। গত ১০ জুলাইয়ের পর তা সর্বনিম্ন। এ নিয়ে টানা ৩ দিন বেঞ্চমার্কটির দাম কমলো।
ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে অস্ট্রেলিয়ান বহুজাতিক ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা সংস্থা ওয়েস্টপ্যাক জানিয়েছে, ইতোমধ্যে নীতি গাইডলাইন প্রকাশ করেছে চীনা কর্তৃপক্ষ। তবে এতে কোভিড-পরবর্তী অর্থনীতি এবং ধুঁকতে থাকা সম্পত্তি খাত পুনরুদ্ধারে শক্ত কোনো পদক্ষেপ দেখা যায়নি। ফলে আকরিক লোহায় বিনিয়োগে সতর্কতা অবলম্বন করছেন ব্যবসায়ীরা।
ব্যাংকটি আরও জানায়,চীনে নতুন আবাসন বা বাড়ি নির্মাণ কমেছে। তাতে লৌহ আকরিকের চাহিদা হ্রাস পেয়েছে। কঠিন ধাতুটি দর হারানোর যা অন্যতম কারণ।