ইপিজেড কর্মীকে গলাকেটে হত্যা
নাটোরের বড়াইগ্রামে ফারাজানা আক্তার পিয়া (২৮) নামের এক ইপিজেড কর্মীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত পিয়া উপজেলার নগর ইউনিয়নের মেরিগাছা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। তিনি ইশ্বরদী ইপিজেডে কর্মরত ছিলেন।
শুক্রবার (৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার মশিন্দা বিলে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব।
তিনি জানান, সে তার কর্মস্থল থেকে বাড়িতে ফেরার জন্য কয়েন বাজার থেকে ভ্যান চড়ে আসছিলেন। ওই স্থানে পৌছালে দুর্বৃত্তরা ভ্যান থামিয়ে মেয়েটিকে নামিয়ে উপর্যপুরি কুপিয়ে ও গলাকেটে ফেলে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মেয়েটিকে ধর্ষণও করা হয়েছে কি না তার জন্য আলামত সংগ্রহের কাজ চলছে বিস্তারিত পরে জানানো হবে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভ্যানচালক মনির হোসেনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।