আর্কাইভ থেকে বলিউড

নুসরাতের ফ্ল্যাট কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন স্বামী যশ

বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহানের ফ্ল্যাট কেলেঙ্কারি নিয়ে রাজ্য রাজনীতিতে চাপানউতোর। কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে সাংসদ-অভিনেত্রী। শুভেন্দু অধিকারী থেকে শঙ্কুদেব পাণ্ডা, বিরোধী শিবিরের অনেকেই তার বিরুদ্ধে বিষোদগার করেছেন!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতোমধ্যেই জানিয়েছেন, ‘প্রমাণের আগেই নুসরাত জাহানকে দোষী সাব্যস্ত করা হচ্ছে।’ এবার স্ত্রীয়ের ফ্ল্যাট কেলেঙ্কারি অভিযোগ নিয়ে মুখ খুললেন স্বামী যশ দাশগুপ্ত।

উল্লেখ্য, টলিপাড়ার তারকাদম্পতি বর্তমানে মেন্টাল ছবির শুটিংয়ে ব্যস্ত। তার মাঝেই ফ্ল্যাট দুর্নীতিতে নাম জড়ায় নুসরাতের। সম্প্রতি এক সাংবাদিকদের ফ্ল্যাট কেলেঙ্কারি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন নুসরাত জাহান। অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি সাফ জানান, ‘ঋণের টাকায় ফ্ল্যাট কেনা’। যদিও যে সংস্থা থেকে লোন নেওয়ার দাবি করেছিলেন সাংসদ-নায়িকা, সেখানকার ডিরেক্টরের গলায় উল্টো সুর! বলছেন, ‘কোনও ধার দিইনি।’ দুই তরফে দুরকম মন্তব্য শুনে বিভিন্নমহলে নুসরাত জাহানের ফ্ল্যাট দুর্নীতি নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক সেইসময়েই মুখ খুললেন স্বামী যশ দাশগুপ্ত।

যশ দাশগুপ্ত বলেন, ‘কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’ এদিকে বিরোধী দলের নেতা শঙ্কুদেব পাণ্ডা ইতোমধ্যেই কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ নিয়ে ইডির দ্বারস্থ হয়েছিলেন। সেই প্রেক্ষিতে প্রশ্ন উঠতেই পারে, ইডি তলব করলে নুসরত যাবেন কিনা! এপ্রসঙ্গে সাংসদ-অভিনেত্রীর দাবি, ইডি তাকে ডাকবে না।

সাংবাদিকদের নুসরাত বলেছিলেন, বেশকিছু মিডিয়াতে নাকি দেখানো হয়েছে মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড সংস্থাটি তার মালিকানাধীন। তৃণমূল সাংসদের দাবি, ‘২০১৭ সালের জুলাই মাসে আমি সেই সংস্থা ছেড়ে দিয়েছি।’ এবার সহকর্মী নুসরাতকে নিয়ে তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষও মুখ খুললেন। তার মন্তব্য, ‘আমি নিজের ব্যক্তিগত জায়গা থেকেই বুঝেছি মিডিয়া ট্রায়াল খুব বড় ব্যাপার। আদালতের তরফে কিছু জানানোর আগেই মিডিয়াতে লেখা হচ্ছে। অভিযোগ প্রমাণের আগেই দোষী বলা হচ্ছে। সেটা ঠিক নয়। নুসরাতের সঙ্গে আমার কথা হয়নি ঠিকই, তবে ভিউজ বা টিআরপি বাড়ানোর জন্য অন্য কারও ক্ষতি হচ্ছে সেটাও ভাবা উচিত।’

এ সম্পর্কিত আরও পড়ুন