এবার ‘খেলা হবে’ গানে উত্তাপ ছড়ালেন ফারিয়া
কিছুদিন আগেই করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে আলিয়া ভাটের মুখে শোনা গিয়েছিল ‘খেলা হবে’ স্লোগান। এবার সেই ‘খেলা হবে’ শোনা গেল রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজের গানে।
বাংলাদেশের নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এক রাজনৈতিক জনসভায় ‘খেলা হবে’ উচ্চারণ করেন। তা তুমুল ভাইরাল হয়। এরপর কলকাতার একুশে নির্বাচনে তৃণমূল কংগ্রেসেও এই স্লোগান ব্যবহার করা হয়। তা এখন বলিউড আর টলিউডের হটকেক।
করণ জোহরের পর রাজ চক্রবর্তী, এই সংলাপেই বাজিমাত করছেন পরিচালকেরা। ‘আবার প্রলয়’-এর এই নতুন গানে ‘খেলা হবে’ সংলাপ ছাড়াও রয়েছেন নুসরাত ফারিয়া। লাল ঘাগরায় মেনকা সেজে ঠুমকা লাগিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী। আর তার সঙ্গে তাল মিলিয়েছেন গৌরব চক্রবর্তী। এর মধ্যেই আবার ‘দাবাং’ স্টাইলে এন্ট্রি নিয়েছেন অনিমেষ দত্ত ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়।
২০১৩ সালে অনিমেষ দত্ত হয়ে বরুণ বিশ্বাসের খুনের তদন্ত করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। এবার মারকাটারি মেজাজে সুন্দরবনে দেখা যাবে তাকে। রুখবেন নারী পাচার।
শাশ্বত ছাড়াও সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, জুন মালিয়া। ধর্মগুরু হিসেবে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। আগামী ১১ আগস্ট থেকে জি-ফাইভ প্ল্যাটফর্মে দেখা যাবে নতুন এই সিরিজ।