আর্কাইভ থেকে ফুটবল

এমবাপ্পে-মেসির পিএসজিতে আসার কারণ নেইমার, দাবি এজেন্টের

২০১৭ সালে ২২ কোটি ইউরোতে সবচেয়ে দামি ফুটবলার হিসেবে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান তারকার পিএসজিতে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই ফরাসি ক্লাবটিতে আসেন কিলিয়ান এমবাপ্পেও। নেইমার আসার পর পিএসজিতে সবচেয়ে বড় তারকা ছিলেন ব্রাজিলিয়ান পোস্টারয়ই। ক্লাবও শুরু থেকেই নেইমারকে সেই অগ্রাধিকার দিয়ে এসেছে।

এরপর একই পথ ধরে প্রথমে আনহেল দি মারিয়া এবং ২০২১ সালে প্যারিসে আসেন লিওনেল মেসিও। পিএসজিতে এমবাপ্পে-মেসির মতো তারকাদের আগমন মূলত নেইমারের কারণে হয়েছে বলে মনে করেন ব্রাজিলের বিখ্যাত এজেন্ট আন্দ্রে কারি।

২০০৩ সালে রোনালদিনিওর বার্সেলোনায় যাওয়া এবং ২০১৩ সালে নেইমারকে বার্সেলোনায় নিয়ে আসার এই কারিগর বলেছেন, ‘নেইমার পিএসজিকে যা দিয়েছে, তা অমূল্য। বিপণনের দিক থেকে নেইমারের কাছ থেকে পিএসজি যা পেয়েছে, সে হিসেবে সে ক্লাবটির ইতিহাসের সবচেয়ে সস্তা খেলোয়াড়। আপনি পৃথিবীর যে প্রান্তেই যান, সেখানে একটা ছেলেকে দেখবেন পিএসজির জার্সি পরা। অথচ তারা আগে এই ক্লাব সম্পর্কে কেউ কিছু জানতই না। শেষ পর্যন্ত এখানে মেসি, এমবাপ্পে এবং দি মারিয়াসহ অন্যরা এসেছে।’

এ সময় ১০০ মিলিয়ন বা এর চেয়ে বেশি অঙ্কের দলবদলগুলোর ব্যর্থতাকেও সামনে এনেছেন কারি। তিনি বলেন, ‘এমবাপ্পে এবং নেইমারকে বাদ দিলে আমরা ১০০ মিলিয়ন বা তার বেশি খুব কম দলবদলই দেখব, যা কাজ করেছে। বেশির ভাগ এমন দলবদল (১০০ মিলিয়ন বা তার বেশি) কাজ করেনি। বার্সেলোনায় (উসমান) দেম্বেলে, আঁতোয়ান গ্রিজমান, (ফিলিপে) কুতিনিও, রিয়াল মাদ্রিদে (এডেন) হ্যাজার্ড, অনেক ক্ষেত্রে (গ্যারেথ) বেলের দলবদল কিন্তু কাজ করেনি। আবার আতলেতিকো মাদ্রিদ জোয়াও ফেলিক্সের জন্য ১২ কোটি ৬০ লাখ ইউরো খরচ করেছে এবং ৮ বা ৯ কোটি ইউরো দিয়েছে টমাস লেমারের জন্য। আর চেলসিও অনেক টাকা খরচ করেছে কিন্তু কিছুই পাইনি।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন