আর্কাইভ থেকে ক্যাম্পাস

‘ইবির চিকিৎসাকেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা আছে’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চিকিৎসা কেন্দ্রে শিক্ষার্থীদের জন্য ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা আছে বলে জানিয়েছেন উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান। রবিবার বেলা সাড়ে ১২টায় ক্যাম্পাসের ডায়না চত্বরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইনে এ কথা তিনি।

রবিবার বেলা সাড়ে ১২টায় ক্যাম্পাসের ডায়না চত্বরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইনে এসব কথা বলেন তিনি। তবে ইতঃপূর্বে ক্যাম্পাসে ডেঙ্গু পরীক্ষার কোনো ব্যবস্থা ছিল না বলে চিকিৎসা কেন্দ্র সূত্রে জানা গেছে। ডেঙ্গু প্রতিরোধে রোটার‌্যাক্ট আন্তর্জাতিক জেলা ৩২৮১ এর চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ ক্যাম্পেইনের আয়োজন করে রোটার‌্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটি।

ক্লাবের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল, ইবির উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান, রোটার‌্যাক্ট জেলা ৩২৮১ এর ডিআরআর’স চিফ রিপ্রেজেন্টেটিভ ও ডিস্ট্রিক্ট ট্রেনিং কর্ডিনেটর মুজাহিদুল আলম, রোটার‌্যাক্ট ক্লাব অব নর্থ ওয়েস্টার্ন এর সাবেক সভাপতি চয়নিকা আক্তার, ইবি প্রেস ক্লাবের সভাপতি আবু হুরাইরা, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালীউল্লাহ ও ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চের আহ্বায়ক ইয়াসিরুল কবির সৌরভ।

ইবির উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান বলেন, ডেঙ্গুর বাহক এডিশ মসা তার বৈশিষ্ট্যে পূর্বের তুলনায় অনেক পরিবর্তন এনেছে। আগে শুধু দিনের বেলায় এ মশা কামড়ালেও এখন রাতেও মশা কামড়াচ্ছে। এছাড়া আগে শুধু জমে থাকা স্বচ্ছ পানিতে জন্মালেও এখন অপরিষ্কার পানিতেও মশা জন্মাচ্ছে। তাই ডেঙ্গুর বিষয়ে পূর্বের থেকে আমাদের বেশি সতর্ক থাকতে হবে।

এসময় ওই চিকিৎসক সারাদেশে বর্তমানে ডেঙ্গুর অবস্থা, এর লক্ষণ ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আলোকপাত করেন। এছাড়াও জ্বরে আক্রান্ত হলে রোগীকে প্যারাসিটামল জাতীয় ঔষধ খাওয়ার পরামর্শ দেন তিনি। একইসঙ্গে ব্যথা নাশক ঔষধ খেতে নিষেধ করে। এছাড়া জ্বরে আক্রান্ত হলে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দেন। ক্যাম্পেইনে ক্লাবের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাসেল, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল গালিব, পবিত্র চন্দ্র পার্থ, সার্জেন্ট অ্যাট আর্মস মোস্তাফিজুর রহমান, ইডিটর মীম খাতুন, প্রফেশনাল ক্লাব সার্ভিস ডিরেক্টর জান্নাতুল ফেরদাউসসহ ক্লাবের অন্য সদস্য ও ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ক্লাবের সদস্যরা ক্যাম্পাসে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন ও বিলবোর্ড স্থাপন করেন।

 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন