আর্কাইভ থেকে জাতীয়

পরিবর্তিত হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে।  নতুন নাম হচ্ছে সাইবার সিকিউরিটি আইন।

সোমবার (৭ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খবরটি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি জানান, নতুন সাইবার নিরাপত্তা আইন ২০২৩ দ্বারা বিলুপ্ত ডিজিটাল নিরাপত্তা আইন প্রতিস্থাপিত হবে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হচ্ছে না, পরিবর্তন করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, একই সঙ্গে আইনের অনেকগুলো ধারায় পরিবর্তন আনা হচ্ছে। আজ মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে সরকার। এরপর এ আইনের অপব্যবহার হচ্ছে অভিযোগ করে বিভিন্ন পর্যায় থেকে আইনটি বাতিলের দাবি ওঠে।

আগামী সেপ্টেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হচ্ছে বলে এর আগে জানিয়েছিলেন আইনমন্ত্রী।

এ সম্পর্কিত আরও পড়ুন