ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ মিথ্যা: জায়েদ খান (ভিডিও)
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ উঠেছে। সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান চাদরের নিচে থেকে ভোট চাওয়ার সময় টাকা দিচ্ছেন জায়েদ, এমন অভিযোগ তুলেছেন আরেক প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ।
আজ শুক্রবার (২৮ জানুয়ারি) নিপুণ জানান, 'আমরা অনেকক্ষণ ধরেই শুনছি এফডিসির প্রবেশ পথ থেকে একটু দূরে দাঁড়িয়ে ভোটারদের টাকা দিচ্ছেন জায়েদ খান। বারবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেও এর প্রতিকার পাচ্ছি না। এ জায়গায় দাঁড়িয়ে ভোট চাওয়াই নিষেধ৷ এরা ভোট চাইছে, টাকা দিচ্ছে৷ তাই এখন আমরাও এখানে দাঁড়াবো৷'
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জায়েদ খান। তিনি সাংবাদিকদের বলেন, 'এখানে যা হচ্ছে সব প্রকাশ্যে। সবাই ভোট চাইছে ভোটারদের কাছে৷ জড়িয়ে ধরছে, কথা বলছে। এটাকে তারা টাকা দেয়া হচ্ছে বলে ভাবছেন। এগুলো ছোট মানসিকতা। ঠিক না।'
তিনি সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, 'আপনারা সবাই এখানে দাঁড়ানো। সব দেখছেন, বুঝছেন। এখানে সিসি ক্যামেরাও আছে। এসব ভিত্তিহীন অভিযোগ তোলা ঠিক নয়। নির্বাচনের ইমেজ নষ্ট হয়। আমি নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে অভিযোগ দেবো।'
হাসিব মোহাম্মদ