বিজেপি সভাপতির সঙ্গে বৈঠক শেষে যা জানালেন তথ্যমন্ত্রী
ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন দিল্লিতে সফররত আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
সোমবার (৭ আগস্ট) জেপি নাড্ডার বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দীর্ঘ সময় ধরে বিজেপি সভাপতির সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। প্রায় দেড় ঘণ্টা ধরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আমরা বিজেপি সভাপতির সঙ্গে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশ আওয়ামী লীগ ও বিজেপির মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে।
তিনি বলেন, অতীতে দেশ দুটির অনেক গুরুত্বপূর্ণ সমস্যা সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে। আমরা আশা করছি এ সম্পর্ক আগামী দিনে আরও এগিয়ে যাবে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এ ছাড়া প্রতিনিধি দলে রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, অ্যারোমা দত্ত এমপি ও সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহান।