আর্কাইভ থেকে দেশজুড়ে

নিজের গায়ে আগুন দিলেন রিকশাচালক

ঢাকার বাড্ডায় রনি মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিজের গায়ে আগুন দিয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী সোনিয়া আক্তার। দগ্ধ অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে বাড্ডার জিএম বাড়ি এলাকায় একটি বাসায় এ ঘটনা ঘটে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সাহেবনগর গ্রামে।

রনি মিয়ার স্ত্রী সোনিয়া আক্তার জানান, তারা জিএম বাড়ি পানির পাম্প সংলগ্ন একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকেন। রনি পেশায় রিকশাচালক এবং তিনি পোশাক কারখানায় চাকরি করেন। এক মেয়েসহ ওই বাড়িতে ভাড়া থাকেন তারা।

স্ত্রী আরও জানান, রনি নিয়মিত রিকশা চালান না। এছাড়া জুয়া খেলায় আসক্ত ছিলেন। এরজন্য বেশ কিছু টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। সোমবার দিবাগত রাতে বাসায় ফেরেন। এরপর সবার অগোচরে বাসার বাইরে গিয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। তখন তার চিৎকারে ঘর থেকে বের হয়ে তিনি রনির শরীরের আগুন নেভান। সঙ্গে সঙ্গে তাকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করান।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, রনির শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

কেএস

এ সম্পর্কিত আরও পড়ুন