আর্কাইভ থেকে দেশজুড়ে

বিপৎসীমা অতিক্রম করেছে মুহুরী নদীর পানি

ফেনীর মুহুরী নদীর পানি মঙ্গলবার (৮ আগস্ট) সকাল দশটায় বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সোমবার (৭ আগস্ট) নদীর তিনটি স্থানে বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করে। প্লাবিত এলাকাগুলো থেকে পানি নেমে নতুন এলাকায় প্রবেশ করছে। পানি নেমে গেলেও ভোগান্তি রয়ে গেছে। ফুলগাজী বাজার থেকেও পানি নেমেছে।

ফুলগাজী উপজেলা কৃষি ও মৎস্য বিভাগ সূত্র জানায়, ফুলগাজী উপজেলার ৩০০ হেক্টর রোপা আমন বন্যার পানিতে ডুবে গেছে। ৯৫টি পুকুরের ৩০ মেট্রিক টন মাছ ও ১০ লাখ পোনা ভেসে গেছে। প্রায় ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ত্রাণ চান না, চান স্থায়ী বাঁধ মেরামতের। এক্ষেত্রে তারা সরকারের সহযোগিতা কামনা করেন।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, পানি কমে গেলে বাঁধের মেরামত করা হবে। স্থায়ীভাবে বাঁধ মেরামতের জন্য প্রকল্প ঊর্ধ্বতন কর্মকর্তার বরাবর পাঠানো হয়েছে।

ফেনী জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার বলেন, মুহুরী নদীর বাঁধ স্থায়ীভাবে নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন