আর্কাইভ থেকে বাংলাদেশ

ঢাকার বিপক্ষে আগে ব্যাটিংয়ে সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে নিজেদের তৃতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে সিলেট সানরাইজার্স।

সিলেট সানরাইজার্স আছে ফুরফুরে মেজাজে। সীমিত সামর্থ্য নিয়ে দুর্দান্ত খেলে চলেছে সানরাইজার্সরা। বড় কোনো তারকা না থাকলেও, নিজেদের বোঝাপড়ার মাধ্যমেই দল হিসেবে একাট্টা সৈকতের দল। কুমিল্লা ম্যাচে ৯৬ রানের পুঁজি নিয়েই লড়াই করেছিল জম্পেস। বিপিএলের ঢাকা পর্বে মিনিস্টার গ্রুপ ঢাকাকে হারিয়েছিল সিলেট। এবার চট্টগ্রামেও তাদের হারের তিক্ততা দিতে চায় মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বাধীন দলটি।

অন্যদিকে, হারের বৃত্ত থেকে বের হতে তিন পরিবর্তন এসেছে ঢাকার একাদশে। বাদ পড়েছেন জহুরুল ইসলাম ও হাসান মুরাদ। করোনায় ছিটকে গেছেন ইসুরু উদানা। এদের বদলে সুযোগ পেয়েছেন ইমরান উজ জামান, কাইস আহমেদ ও এবাদত হোসেন চৌধুরী।

সিলেট সানরাইজার্স একাদশ: মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, আনামুল হক বিজয় (উইকেটরক্ষক), আলাউদ্দিন বাবু, সোহাগ গাজী, মুক্তার আলী, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, লেন্ডল সিমন্স, কলিন ইনগ্রাম, রবি বোপারা

মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাইম শেখ, শুভাগত হোম চৌধুরী, রুবেল হোসেন, এবাদত হোসেন চৌধুরী, ইমরানুজ্জামান, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), অ্যান্ড্রু রাসেল, কায়েস আহমেদ

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন