খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার পৌর এলাকা সুবর্ণসাড়া তৈল পাম্পের পূর্ব পাশের খাল থেকে সাদা কাপড়ে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ৮ ই আগষ্ট আনুমানিক দুপুর ৩ টার দিকে ঐ স্থানে কয়েক জন কিশোর গোসল করতে নামলে তাদের চোখে কিছু একটা দেখতে পায়। শনাক্ত করতে তারা এগিয়ে গেলে প্রচন্ড দুর্গন্ধ অনুভব কর। পরে কাছে গিয়ে পানিতে ভাসমান এই কাপড় পেঁচানো নবজাতকের লাশ দেখতে পায়। সঙ্গে সঙ্গে আশে পাশের লোকজনদের ডেকে আনলে তারা তাৎক্ষণিক ভাবে বেলকুচি থানায় ফোন দিয়ে লাশের বিষয় জানানো হলে বেলকুচি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবজাতকের লাশ উদ্ধার করে। বিষয়টি জানাজানি হলেও নবজাতকের কোন ওয়ারিশ এখনো পাওয়া যায়নি।
এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, ফোনের মাধ্যমে নবজাতকের লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে তবে এর কোন ওয়ারিশ পাওয়া যায়নি। কোন অভিযোগ না থাকায় সকলের সম্মতিক্রমে ইসলামি শরিয়ত মোতাবেক তাকে সমাধি করা হয়েছে।