আ.লীগ প্রতিনিধিদল ভারতে যাওয়ায় বিএনপির ঘুম নেই : কাদের
আওয়ামী লীগের প্রতিনিধিদল ভারতে যাওয়ায় বিএনপি নেতাদের ঘুম নেই। চার-পাঁচ দিন ধরে দেখছি সুর নরম হয়ে আসছে। এক দফারও বেলা শেষ। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘চার-পাঁচ দিন ধরে দেখছি সুর নরম হয়ে আসছে। এক দফারও বেলা শেষ। দম ফুরিয়ে আসছে। চোখে-মুখে অন্ধকার দেখছে তারা। শুকিয়ে গেছে চোখ-মুখ। আমাদের প্রতিনিধিদল ভারত যাওয়ায় বিএনপি নেতাদের ঘুম নেই। বিদেশে আমাদের বন্ধু আছে। প্রভু নেই। ক্ষমতায় বসাবে বাংলাদেশের জনগণ।’
তিনি বলেন, ‘জিয়াউর রহমান ১৫ আগস্টের মাস্টারমাইন্ড। প্রমাণ রয়েছে খুনিদের জবানবন্দিতে। তিনি ৩ নভেম্বরের মাস্টারমাইন্ড। তাদের ছেলে যুবরাজ মুচলেকা দিয়ে বিদেশে পলায়ন করেছে আর রাজনীতি করবে না। চলে গেছে লন্ডনে। এখন রাজনীতি শুধু করে না, প্রতিদিনই বক্তব্য-পরামর্শ দেয়। আদালত বলেছেন তিনি দণ্ডিত তার বক্তব্য প্রচার হবে না। তারপরও তিনি কেন করে যাচ্ছেন। এটাতো আদালতেরও দেখার ব্যাপার আছে। যারা খুনের মাস্টারমাইন্ড তাদের হাতে মুক্তিযুদ্ধ নিরাপদ নয়। তাদের হাতে গণতন্ত্র, মানবাধিকার নিরাপদ নয়।’
তিনি আরো বলেন, ‘বঙ্গমাতার জন্মদিনে আমি একটি বিষয়ে ফখরুল সাহেবের কাছে আবারও জানতে চাই, একজন মানুষের কয়টা জন্মদিন থাকে। আপনি এমন সুন্দর করে মিথ্যা কথাকে সত্য বলে বয়ান করেন। আপনার নেত্রীর ছয়টা জন্মদিন কেন, আমি সে জবাব পাইনি। আপনারা আবারও ১৫ আগস্টে জন্মদিন পালন করবেন। আর কত?’
ওবায়দুল কাদের বলেন, চীনের সঙ্গেও বৈঠক হয়েছে। এর আগে আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের নেতৃত্বে কানাডায় গিয়েছে প্রতিনিধি দল। এবার আবার একটি প্রতিনিধি দল ভারতে গিয়েছে।